
বিঞ্জের পোস্টগুলোতে বাক্যটা দেখে মনে করেছিলাম প্রমোশন স্ট্যাটেজি। কিছুক্ষণ আগে ট্রেলার রিলিজ হয়েছে। এক বাক্যে ভয়ঙ্কর, র’ক্তাক্ত ‘ফ্রাইডে’ । আসলেই দুর্বল চিত্তের মানুষের জন্য ‘ফ্রাইডে’ না।
রায়হান রাফি’র ফিল্মে অঙ্গ কা’টাকু’টি, জ’বাই, রক্ত এগুলো আগেও দেখেছি তার জানোয়ার ও দ্যা ডার্ক সাইড অব ঢাকা’য়। ‘ফ্রাইডে’তে এই সব ভা’য়ো’লেন্স সম্পূর্ণ ওপেন করে দিয়েছে রায়হান রাফি।
জন্মদিন কি সবসময় আনন্দের হয়? নাকি কারো কারো জীবনে বয়ে নিয়ে আসে ভয়ংকর অন্ধকার! এমনই এক গা শিউরে ওঠা রোমহষর্ক ঘটনার রোমহর্ষক চিত্রায়ন ‘ফ্রাইডে’।
বিঞ্জের ওয়েব ফিল্ম ‘ফ্রাইডে’র ট্রেইলার দেশের সর্বপ্রথম ‘R’ রেটেড ট্রেইলার। ভয়ঙ্কর ট্রেলার, কালার, কস্টিউম, ব্যাকগ্রাউন্ড মিউজিক ট্রেলারে ঘি ঢেলেছে। তমা মীর্জা, নাসিরুদ্দীন খান নিজেদের উজার করে দিয়েছে। বিঞ্জের ট্রেলারটা দেখে মনে মনে বলছিলাম বিঞ্জ যেন মানস্মত কন্টেন্ট আনার ক্ষেত্রে নিজের সাথে নিজে প্রতিযোগিতায় মেতেছে। সর্বশেষ মায়াশালিক, মুনতাসির, সাইলেন্স এবার আসছে ভয়ঙ্কর এক ‘ফ্রাইডে’!