
ঘটনার শুরুতেই দুজন স্বামি- স্ত্রি কে দেখা যায়। তাদের মধ্যে এক মূহুর্তে ঝগড়া বেধে যায়৷ তাই সোগাহ (আফরান নিশো) সে ঘর থেকে রাগ করে বেরিয়ে যায়। তারপর সে মাছ ধরার জন্য নৌকা নিয়ে শশানের দিকে চলে যায়৷ মাছ ধরার এক মূহুর্তে সে একটা মেয়ের কান্নার শব্দ শুনতে পায়। এই শব্দের উৎস খোজার জন্য সে নৌকা থেকে নেমে খুজতে থাকে।এক পর্যায়ে একটা মেয়েকে দেখতে পায়। যে এক জায়গায় বসে থেকে কান্না করছিলো। সোহাগ (আফরান নিশো) ঐ মেয়েকে অনেক প্রশ্ন করলেও সেই মেয়ে কোনো প্রশ্নের উত্তর দেই না।
Downloade onek problem hocce😓
How can I download?
Join Our Telegram Chanel and report admin they will help you